স্বাগতম

Cover 2017 Proof - Copy (3)
সপ্তান্বয়ী পত্রিকার চতুর্থ বর্ষের প্রথম সংখ্যার প্রচ্ছদ
সপ্তান্বয়ী (ISSN: 2350-0433) একটি বার্ষিক ক্রমিক সাহিত্যিক প্রকাশনা। পত্রিকাটির মুদ্রিত সংখ্যাগুলিতে ২০১৪ থেকে ২০১৯ সন অবধি বাংলা ও ইংরাজীতে প্রবন্ধ, গল্প ও কবিতা এবং শৈল্পিক রেখাচিত্র তথা অঙ্কন প্রকাশিত হয়েছে। ২০২০ সন থেকে কোভিড অতিমারীর পরিস্থিতির নিরিখে পত্রিকাটির প্রথম অনলাইন সংস্করণ প্রকাশনাটি বিলম্বিত হয় ও তা অবশেষে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। ২০২৪ সন থেকে পত্রিকাটি পুনরায় প্রকাশিত হতে চলেছে।