স্বাগতম


সপ্তান্বয়ী (ISSN: 2350-0433) একটি বার্ষিক ক্রমিক সাহিত্যিক প্রকাশনা। পত্রিকাটির মুদ্রিত সংখ্যাগুলিতে ২০১৪ থেকে ২০১৯ সন অবধি বাংলা ও ইংরাজীতে প্রবন্ধ, গল্প ও কবিতা এবং শৈল্পিক রেখাচিত্র তথা অঙ্কন প্রকাশিত হয়েছে। ২০২০ সন থেকে কোভিড অতিমারীর পরিস্থিতির নিরিখে পত্রিকাটির প্রথম অনলাইন সংস্করণ প্রকাশনাটি বিলম্বিত হয় ও তা অবশেষে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। ২০২৪ সন থেকে… Continue reading স্বাগতম
প্রকাশনা রক্ষক: ডঃ এস. ভট্টাচার্য্যমুখ্য সম্পাদক: বর্তমানে শূন্যপদ পত্রিকাটির মুদ্রিত সংস্করণ বিগতবার শ্রী সঞ্জীব মজুমদার-এর তত্ত্বাবধানে সপ্তান্বয়ী সম্পাদকমন্ডলীর পক্ষ থেকে ২০১৮ সনের নভেম্বর মাসে প্রকাশিত হয়েছিল ।ডাকযোগ: “সপ্তান্বয়ী”, প্রযত্নে শ্রী এস. ভট্টাচার্য্য, ফ্ল্যাট নং ৩-ই, সুচীর রেসিডেন্সি, ১/১ শ্যামাশ্রী পল্লী মেইন রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, কলকাতা ৭০০১২২ ই-মেইল: saptannoyi@gmail.com/ chiefeditor@saptannoyi.comফেইসবুক: http://www.facebook.com/saptannoyiটুইটার: http://www.twitter.com/saptannoyiঅক্ষরবিন্যাস ও মুদ্রণ: মুদ্রণ গ্রাফিক্স, ২৪… Continue reading যোগাযোগ