সপ্তান্বয়ী একটি বার্ষিক ক্রমিক সাহিত্যিক প্রকাশনা (আইএসএসএন ২৩৫০-০৪৩৩) যা ব্যারাকপুর থেকে প্রকাশিত হয়ে আসছে জানুয়ারী ২০১৪ খ্রিস্টাব্দ থেকে। পত্রিকাটি দ্বিভাষিক, বাংলা ও ইংরাজীতে গল্প, প্রবন্ধ, কবিতা ইত্যাদি প্রকাশিত হয়। সাথে সংযোজিত থাকে শিল্পীদের রৈখচিত্র।
সপ্তান্বয়ী পত্রিকাটির প্রস্তাবনা প্রদান করা হয় ২০১৩ সনের আগস্ট মাসে। ব্যারাকপুর শহরের বুকে সপ্তান্বয়ীর প্রথম সম্পাদকমণ্ডলী অঙ্গীভূত হয়। ২০১৩ সনের আগস্ট থেকে ডিসেম্বরের মাঝে ৪টি বৈঠকে সমবেত হন সম্পাদকমন্ডলীর সকল সদস্য। সম্পাদকমন্ডলীর সদস্য হয়ে ওঠেন শ্রী সোহম ব্যানার্জী, শ্রী মৃন্ময় চৌধুরী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ২০১৪ সনের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় পত্রিকাটির প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়। প্রথম বর্ষে মুখ্য সম্পাদকরূপে নিপুণভাবে দায়িত্বের গুরুভার বহন করেন শ্রী সমিতাভ ব্যানার্জী। প্রথম সংখ্যাটি সাদরে গৃহীত ও ভালোভাবে বিক্রীত হয়।
পরবর্তী দুটি বছরেও শ্রী সমিতাভ ব্যানার্জী মুখ্য সম্পাদকরূপে পত্রিকাটির রূপায়ণ ও সৌষ্ঠব বর্ধন করেন। তিনি পেয়েছেন শ্রীমতি মনিকা দত্তের অনুপ্রেরণা ও সহায়তা। ২০১৬ ও ২০১৭ সনে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ভালো সাড়া মিলেছিল, তাছাড়া বইমেলার পরেও অনেকে পত্রিকাটি সংগ্রহ করেন। পত্রিকাটি ব্যারাকপুর, সোদপুর, কলকাতা ও রায়গঞ্জের কিছু বিপণিতে লভ্য হয়। ২০১৮ সনের সংখ্যাটি শ্রী নিলয় মাইতি-র তত্ত্বাবধানে প্রকাশিত হয় ও সপ্তান্বয়ীর জনপ্রিয়তা আরো প্রকট হয়ে ওঠে।
এরপর অকস্মাৎ নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলে সপ্তান্বয়ী। শ্রী নিলয় মাইতির অনাড়ম্বর প্রস্থান, শ্রী সমিতাভ ব্যানার্জীর দীর্ঘ অসুস্থতা, শ্রীমতি মনিকা দত্তের স্বাস্থ্যের অবনতি ও অন্যান্য বিষয় সপ্তান্বয়ীর পথ চলা কণ্টকাকীর্ণ করে তোলে। ২০১৯ সনের এপ্রিল মাসে শ্রীমতি মনিকা দত্ত পরলোকগমন করেন। এরপর শ্রী সঞ্জীব মজুমদারের দক্ষ মাস্তুলচালনায় ২০১৯ সনের জুলাই মাসে পত্রিকাটির পঞ্চম ও ষষ্ঠ বর্ষের যুগ্ম সংখ্যাটি প্রকাশিত হয়। বর্তমানে পত্রিকাটি চারটি জাতীয় গ্রন্থাগারসহ কয়েকটি আঞ্চলিক গ্রন্থাগার ও বিপণীতে লভ্য। বাংলাদেশেও পত্রিকাটি প্রেরণের ব্যবস্থা অদূর ভবিষ্যতে করা হবে।
