বর্তমান বিজ্ঞপ্তি এবং ঘোষণা

বিশেষ ঘোষণা

সপ্তান্বয়ী পত্রিকা পুনঃপ্রকাশিত হবে ২০২৪ সনে। পত্রিকাটির সম্পাদকমণ্ডলী পুনঃগঠিত হবে। পত্রিকার করণে লেখা গ্রহণ করা শুরু করা হবে খুব শীঘ্রই। লেখক ও লেখিকারা তাঁদের লেখা প্রেরণ করতে পারবেন ভবিষ্যাপেক্ষ বিবেচনার জন্য। লেখা পাঠাতে পারবেন ডাকযোগে বা বৈদ্যুতিন মাধ্যমে। প্রেরিত লেখা অবশ্যই স্বরচিত, মৌলিক, অননূদিত এবং মুদ্রিত হরফে হতে হবে। প্রত্যেক প্রেরিত লেখা স্ব স্ব লেখক ও লেখিকাদ্বারা স্বাক্ষরিত হতে হবে এবং প্রত্যেককে নিজের ক্রিয়াশীল দূরভাষ ও ঠিকানা প্রদান করতে হবে। নিম্নলিখিত বিভাগগুলিতে লেখা নেওয়া হবে:

(১) বাংলা কবিতা: নূন্যতম ১২ পংক্তি ও অনধিক ৬৪ পংক্তি, বহুস্তবকীয় সৃষ্টি বিবেচিত হবে;

(২) বাংলা ছোটগল্প: নূন্যতম ১৮০০ শব্দ ও অনধিক ৫৪০০ শব্দ, একাধিক অনুচ্ছেদবিশিষ্ট কল্পকাহিনী ও সৃষ্টি বিবেচিত হবে;

(৩) বাংলা প্রবন্ধ: ইতিহাস, বাংলা ভাষা, ভাষাশিক্ষা, ভারতীয় সংবিধান, বিজ্ঞান, শিল্প, চারুকলা, প্রকাশনা ও বিবিধ বিষয়ে নাতিদীর্ঘ প্রবন্ধ গ্রহণযোগ্য, নূন্যতম ১২০০ শব্দ ও অনধিক ৩৫০০ শব্দ;

(৪) বাংলা নাটক/নাটিকা: কোনো শব্দসীমা নেই;

(৫) অঙ্কন: উচ্চ মানের রেখাচিত্র গ্রহণযোগ্য, নূন্যতম ৬০০ বিন্দু (পিক্সেল) প্রতি ইঞ্চি

বিস্তারিত খুব শীঘ্রই জানানো হবে।