পত্রিকাটি প্রতিবার প্রকাশের পর পাঠকবর্গের নিকট সাদরে গৃহীত হয়েছিল। এখনো অবধি ক্রমপুঞ্জিতভাবে পত্রিকাটির পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়েছে। মোট ৪১০ পৃষ্ঠার বিষয়বস্তু এখনো অবধি প্রকাশ পেয়েছে। পরবর্তীকালে সপ্তান্বয়ী পত্রিকা সম্পূর্ণ আন্তর্জালভিত্তিক হয়ে উঠবে। ডিসেম্বর ২০২০তে প্রথম অনলাইন সংখ্যা প্রকাশের সম্ভাবনা।
